২৫টি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

4 Nov, 2023
২৫টি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

২৫টি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. নির্মলেন্দু গুণ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: নির্মলেন্দু গুণ নেত্রকোনা জেলার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন ।

প্রশ্ন-২. ‘প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থটি কার রচনা?

উত্তর: ‘প্রেমাংশুর রক্ত চাই’ কাব্যগ্রন্থটি নির্মলেন্দু গুণের ।

প্রশ্ন-৩. বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কে দাঁড়িয়েছে? 

উত্তর: বিমুখ প্রান্তরে কবির বিরুদ্ধে কবি দাঁড়িয়েছে।

প্রশ্ন-৪. ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’ মানে কোন বিকেলের গল্প? 

উত্তর: ‘শ্রেষ্ঠ বিকেলের গল্প’ মানে ৭ই মার্চ বিকেলের গল্প ।

প্রশ্ন-৫. দিগন্ত প্লাবিত মাটি কিসে ঢাকা ছিল?

উত্তর: দিগন্ত প্লাবিত মাটি দূর্বাদলে ঢাকা ছিল ।

প্রশ্ন-৬. নিউজউইক কোন দেশের পত্রিকা? 

উত্তর: নিউজউইক মার্কিন যুক্তরাষ্ট্রের পত্রিকা ।

প্রশ্ন-৭. পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতাসূর্য কত সালে অস্তমিত হয়েছিল? 

উত্তর: পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতাসূর্য অস্তমিত হয়েছিল ১৭৫৭ সালে ।

প্রশ্ন-৮. রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?

উত্তর: রেসকোর্স ময়দানের বর্তমান নাম সোহরাওয়ার্দী উদ্যান ।

প্রশ্ন-৯. ‘দূর্বাদল’ অর্থ কী?

উত্তর: ‘দূর্বাদল’ অর্থ— সবুজ ঘাস ।

প্রশ্ন-১০. ‘চাষাভূষার কাব্য’ গ্রন্থটি কার লেখা?

উত্তর: ‘চাষাভূষার কাব্য’ গ্রন্থটি নির্মলেন্দু গুণের লেখা ।

প্রশ্ন-১১. ‘বাংলার মাটি বাংলার জল’ নির্মলেন্দু গুণের কোন ধরনের রচনা?

উত্তর: ‘বাংলার মাটি বাংলার জল’ নির্মলেন্দু গুণের একটি কাব্যগ্রন্থ।

প্রশ্ন-১২, ১৯৩০ সালে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয় কোন পাহাড়ে? 

উত্তর: ১৯৩০ সালে ব্রিটিশবিরোধী সশস্ত্র যুদ্ধ হয় জালালাবাদ পাহাড়ে ।

প্রশ্ন-১৩. বাংলার গণমানুষের প্রিয় নেতা কে?

উত্তর: বাংলার গণমানুষের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

প্রশ্ন-১৪. ‘কালোমেঘের ভেলা’ কোন জাতীয় রচনা?

উত্তর: ‘কালো মেঘের ভেলা’ ছোটদের জন্য লেখা একটি উপন্যাস।

প্রশ্ন-১৫. ‘পঞ্চাশ সহস্রবর্ষ’ কার লেখা কাব্যগ্রন্থ? 

উত্তর: ‘পঞ্চাশ সহস্রবর্ষ’ নির্মলেন্দু গুণের লেখা কাব্যগ্রন্থ ।

প্রশ্ন-১৬. নির্মলেন্দু গুণের পিতার নাম কী?

উত্তর: নির্মলেন্দু গুণের পিতার নাম— সুখেন্দু প্রকাশ গুণ চৌধুরী।

See also  ফোর্ট উইলিয়াম দুর্গ কি । ফোর্ট উইলিয়াম দুর্গের পরিচয় দাও

প্রশ্ন-১৭. নির্মলেন্দু গুণের মাতার নাম কী?

উত্তর: নির্মলেন্দু গুণের মাতার নাম– বীণাপাণি গুণ ।

প্রশ্ন-১৮. ‘ভবঘুরে’ অর্থ কী?

উত্তর: ‘ভবঘুরে’ অর্থ— কাজকর্ম নেই এমন বেকার ।

প্রশ্ন-১৯. ‘উদ্যান’ অর্থ কী?

উত্তর: ‘উদ্যান’ অর্থ বাগান ।

প্রশ্ন-২০. কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালে কোথায় জোয়ার লাগলো? 

উত্তর: কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালে জনসমুদ্রে জোয়ার লাগলো ।

প্রশ্ন-২১. ‘প্রাণের সবুজ’ বলতে কবিতায় কী বোঝানো হয়েছে?

উত্তর: ‘প্রাণের সবুজ’ বলতে কবিতায় প্রাণের সজীবতা ও তারুণ্যকে বোঝানো হয়েছে।

প্রশ্ন-২২. লক্ষ বিদ্রোহী শ্রোতা বসে আছে কেন ?

উত্তর: রাজনীতির কবি বঙ্গবন্ধুর আগমনের অপেক্ষায় লক্ষ বিদ্রোহী শ্রোতা বসে আছে।

প্রশ্ন-২৩. কবি কাদের আগামী দিনের কবি বলেছেন?

উত্তর: কবি অনাগত শিশুদের আগামী দিনের কবি বলেছেন ।

প্রশ্ন-২৪. ‘কালোমেঘের ভেলা’ উপন্যাসটির লেখক কে?

উত্তর: ‘কালোমেঘের ভেলা’ উপন্যাসটির লেখক কবি নির্মলেন্দু গুণ ।

প্রশ্ন-২৫. সিপাহি বিপ্লব কবে সংঘটিত হয়?

উত্তর: সিপাহি বিপ্লব ১৮৫৭ খ্রিষ্টাব্দে সংঘটিত হয়।

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category