স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব pdf ডাউনলোড

4 Nov, 2023
স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব pdf ডাউনলোড

স্বাধীনতা শব্দটি কিভাবে আমাদের হলো কবিতার মূলভাব ব্যাখ্যা pdf ডাউনলোড

মূলবক্তব্য: ১৯৭১ সালের ৭ই মার্চ বঙ্গবন্ধু ঢাকার রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেদিন ছাত্র- কৃষক-শ্রমিক-বুদ্ধিজীবী-নারী-শিশু নির্বিশেষে সর্বস্তরের লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছিল তাঁদের মহান নেতার দিকনির্দেশনামূলক ভাষণ শোনার জন্য।

রমনার রেসকোর্সে যেখানে সেদিনের মঞ্চ তৈরি হয়েছিল, সেখানে এখন শিশু পার্ক, বেঞ্চ, বৃক্ষ ও ফুলের বাগান। সে জায়গাটিকে আজ আর চেনার উপায় নেই ।

কবি তাই অনাগত কালের শিশুদেরকে জানিয়ে দেওয়ার তাগিদ অনুভব করে বলেছেন যে, এ মাঠেই একদিন বাঙালি জাতির শ্রেষ্ঠ কণ্ঠস্বর ধ্বনিত হয়েছিল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে স্বাধীনতার সাহসী বাণী উচ্চারণ করেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ কবি অনাগত প্রজন্মের উদ্দেশ্যে লিখে রেখে যেতে চান ১৯৭১ সালে ৭ই মার্চের সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প ।

See also  ২৫টি স্বাধীনতা এ শব্দটি কীভাবে আমাদের হলো কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category