শাহজাদা খুররম বিদ্রোহ করেন কেন

1 Nov, 2023
শাহজাদা খুররম বিদ্রোহ করেন কেন

শাহজাদা খুররম বিদ্রোহ করেন কেন

  • অথবা, খুররমের বিদ্রোহ কারণসমূহ বর্ণনা কর।

উত্তর : ভূমিকা : সম্রাট জাহাঙ্গীরের পুত্র খুররম ছিলেন অন্যতম প্রতিভার অধিকারী। জাহাঙ্গীর অবশ্য জানতেন যে, খুররমই তার জীবিত পুত্রদের মধ্যে উপযুক্ত।

নূরজাহান যুবরাজ খুররমকে নিজ গোষ্ঠীর ভিতর রাখার জন্য মমতাজমহলের সাথে খুররমের বিবাহ দেন। কিন্তু খুররম সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করলে নূরজাহানের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে বিদ্রোহ ঘোষণা করেন ।

→ শাহজাদা খুররমের বিদ্রোহ : যুবরাজ খুররমকে দমিয়ে রাখার জন্য নূরজাহান স্বীয় ভ্রাতা আসফ খানের কন্যার বিয়ে দিয়েছিলেন। কিন্তু খুররম নূরজাহানের ক্রীড়নকে পরিণত হওয়া পছন্দ করেন না।

নিম্নে শাহজাদা খুররমের বিদ্রোহ আলোচনা করা হলো :

১. খুররমের উচ্চাকাঙ্ক্ষা : প্রথম দিকে নূরজাহান তার সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার জন্য স্বীয় ভ্রাতার কন্যার সাথে খুররমের বিবাহ দেন। কিন্তু খুররম দমে থাকার লোক নয়। খুররম নিজেও উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। মমতাজমহলও খুররমের পক্ষ অবলম্বন করেন।

২. নূরজাহানের প্ররোচনা : জাহাঙ্গীরের অপর পুত্র শাহরিয়ারের সঙ্গে নূরজাহান স্বীয় কন্যা লাভলী বেগমের বিবাহ দেন। তিনি সম্রাটের কাছে খুররম সম্পর্কে বিষোদগার করেন।

সম্রাটের মন শাহরিয়ারের দিকে ঘুরিয়ে দেয়ার চেষ্টা করেন। দোলপুরের জায়গীর খুররমের প্রাপ্য কিন্তু নূরজাহানের পরামর্শে শাহরিয়ারকে দেওয়া হয়।

৩. খুররমের কান্দাহার গমনে অস্বীকার : জাহাঙ্গীরের মনের ভাব বুঝতে পেরে নূরজাহান খুররমকে দরবার থেকে দূরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু খুররম কান্দাহারের পারসিক আক্রমণ প্রতিহত করার নির্দেশ অস্বীকার এবং কান্দাহার যাত্রায় অস্বীকৃতি জানান ৷

৪. জাহাঙ্গীরের অসন্তোষ : জাহাঙ্গীরের নির্দেশ অমান্য করলে খুররমের প্রতি জাহাঙ্গীর অসন্তুষ্ট হন এবং তার মর্যাদা কমানার আদেশ দিলে খুররম বিদ্রোহ ঘোষণা করেন।

তিনি দাক্ষিণাত্যে চলে যান। স্যার যদুনাথ সরকারের মতে, ১৬২৩ সালে থেকে নূরজাহানের চক্রান্তে খুররম তার প্রাপ্য পদ ও মর্যাদা থেকে বঞ্চিত হলে খুররম বিদ্রোহী হয়ে উঠেন।

৫. কান্দাহার রাজ্য হাতছাড়া : কান্দাহার রাজ্য ছিল মুঘলদের প্রশাসনিক, অর্থনৈতিক, সামাজিক উন্নতির প্রাণকেন্দ্র। কান্দাহারে যখন শাহ আব্বাস একচ্ছত্র হয়ে ওঠেন, তখন তাকে দমন করার জন্য সম্রাট জাহাঙ্গীর আকবর কর্তৃক অধিকৃত কান্দাহার পুররুদ্ধার করার জন্য খুররমকে নির্দেশ দিলে খুররম বিমাতার চক্রান্ত বুঝতে পেরে জাহাঙ্গীরের আদেশ অমান্য করেন সফলে মুঘল বংশের অন্যতম প্রভাবশালী রাজ্য কান্দাহার হাতছাড়া হয়ে যায়।

See also  ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি । ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর ইতিহাস

উপসংহার : পরিশেষে বলা যায় যে, খুররম স্বীয় গুণে গুণান্বিত হলেও বিমাতার ক্রোধানলে পড়ে স্বীয় পিতার আদেশ অমান্য করতে বাধ্য হন। ফলে কিছুটা হলেও খুররম পিতার বিরাগভাজন হন।

যদিও জাহাঙ্গীর খুররমের প্রতি যথেষ্ট বিশ্বাস রাখতেন। এজন্য সম্রাট জাহাঙ্গীর খুররমের প্রতি প্রীত হয়ে তাকে শাহজাহান (বিশ্ব সম্রাট) উপাধিতে ভূষিত করেন এবং ৩০ হাজার জাত ও ২০ হাজার সওয়ারের মনসবদার নিযুক্ত করেন।

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category