সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ । আমাদের গুগল নিউজ ফলো করুন।
![]() |
সংস্কৃতি কি সংস্কৃতি কাকে বলে সংস্কৃতি বলতে কি বুঝ |
সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ
উত্তর : ভূমিকা : সংস্কৃতি হলো একটি জীবনপ্রণালি। মানুষের ধ্যানধারণা, মূল্যবোধ ও পার্থিব উপকরণের সামগ্রিক রূপকেই সংস্কৃতি বলে। বৃদ্ধিবৃত্তিসম্পন্ন মান প্রজাতির সাথে সংস্কৃতির প্রত্যয়টি অতি নিবিড়ভাবে জড়িত।
মানুষের দৈনন্দিন জীবনের কাজকর্ম ও সাধনার দ্বারা সংস্কৃতির সৃষ্টি। জ্ঞান মানুষের বুদ্ধিকে গঠন করে আর সংস্কৃতি তার হৃদয়কে গঠন করে। মানব- সৃষ্ট সবকিছুর সমষ্টি হলো সংস্কৃতি।
→ সংস্কৃতি : সংস্কৃতির ইংরেজি প্রতিশব্দ Culture। ইংরেজি Culture শব্দটি ল্যাটিন Colere শব্দ থেকে উৎপত্তি। Colere শব্দটির অর্থ কর্ষণ বা চাষ। সর্বপ্রথম ইংরেজি সাহিত্যে Culture শব্দটি ব্যবহার করেন ফ্রান্সিস বেকন ষোল শতকের শেষার্ধে।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন বিজ্ঞানী সংস্কৃতিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন । নিম্নে তাদের প্রদত্ত সংজ্ঞা দেওয়া হলো- সমাজবিজ্ঞানী ম্যাকাইভার-এর মতে, “আমরা মানুষ হিসেবে কি সে হলো আমাদের সংস্কৃতি।”
সমাজবিজ্ঞানী ম্যালিনস্কির-মতে, “সংস্কৃতি মানুষেরই সৃষ্ট যার মাধ্যমে সে নিজের উদ্দেশ্য সাধন করে।”
সমাজবিজ্ঞানী জোনস-এর মতে, “মানব সৃষ্ট সব কিছুর সমষ্টিই হলো সংস্কৃতি ।”
সমাজবিজ্ঞানী আর. টি শেফার-এর মতে, “সংস্কৃতি হচ্ছে সমাজ থেকে অর্জিত এবং সামাজিকভাবে উত্তরসূরিদের মাঝে বর্তায় এমন আচরণসমূহের সামগ্রিক রূপ।”
সমাজবিজ্ঞানী রোজ-এর মতে,“ সব বস্তু ও অবস্তুর অবস্থার কৌশল হচ্ছে সংস্কৃতি ।”
ম্যাথি ও আর্নল্ডের-মতে, “সংস্কৃতি হচ্ছে খাঁটি হওয়া, মার্জিত হওয়া।”
নৃবিজ্ঞানী ক্রোয়েবার-এর মতে, “সংস্কৃতি হচ্ছে মনোজগতের অংশবিশেষ।”
র্যাফ লিনটন-এর মতে, “সংস্কৃতি হচ্ছে আচরণের সামগ্রিক রূপ যা মানুষ কোনো সমাজে বয়োজ্যেষ্ঠদের নিকট থেকে গ্রহণ করে এবং পরবর্তী বংশধরগণের নিকট তা অর্পণ করে ।”
উপরের সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় সংস্কৃতি বলতে একটি জাতির আচার-আচরণ, মূল্যবোধ, খাওয়া-পরা, কথা বলা, চলাফেরা, আচার-ব্যবহার ইত্যাদির আবেগিক বা মানসিক অবস্থাকে বুঝায় ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সংস্কৃতি মানুষের জীবন প্রণালির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সমাজভেদে সংস্কৃতির ভিন্নতা লক্ষ্য করা যায়। সংস্কৃতি সামাজিক বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ প্রত্যয় । সংস্কৃতি হলো শিল্পকলা, ধর্ম ও দর্শন। কোনো জাতিকে তার সংস্কৃতির প্রেক্ষিতে চেনা যায়। বলা যায়, আমরা যা তাই আমাদের সংস্কৃতি ।
আর্টিকেলের শেষকথাঃ সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ । যদি তোমাদের আজকের সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।