মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ | মুজিবনগর সরকার বলতে কি বুঝ

12 Aug, 2023
মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ মুজিবনগর সরকার বলতে কি বুঝ

মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ | মুজিবনগর সরকার বলতে কি বুঝ

উত্তর : ভূমিকা : বীর বাঙালি অস্ত্র ধর বাংলাদেশ স্বাধীন কর। মুক্তিযুদ্ধের অন্যতম শ্লোগান হলো এটি। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালিরা স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে। মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনায় অগ্রণী ভূমিকা রাখে।

বাংলাদেশ স্বাধীনতা অর্জনের মূলে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। যতদিন বাঙালি থাকবে ততদিন মুজিবনগর সরকারের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

→ মুজিবনগর সরকার : মুজিবনগর সরকার মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য গঠিত বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার, যা অস্থায়ী বিপ্লবী সরকার নামে পরিচিত। নিম্নে মুজিবনগর সরকার সম্পর্কে আলোচনা করা হলো :

১. নামকরণ : ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য ১০ এপ্রিল মুজিবনগর সরকারের নামকরণ করা হয় । মুজিবনগর সরকারের প্রধান দফতর ছিল মুজিনগর ।

২. শপথ গ্রহণ : ১৯৭১ সালে ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামের আমবাগানে মুজিনগর সরকার শপথ গ্রহণ করে ।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন আবদুল মান্নান এম. এন. এ এবং স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন অধ্যাপক ইউসুফ আলী এম. এন. ও নবগঠিত সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করা হয়।

৩. সরকারের কাঠামো : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উপ-রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আহমেদ, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ. এইচ এ. কামরুজ্জামান, পররাষ্ট্র ও আইনমন্ত্রী ছিলেন খন্দকার মোশতাক আহমদ, প্রধান সেনাপতি কর্নেল (অব) এম. এ. জি. ওসমানী।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ত্রিশ লক্ষ প্রাণের বিনিময়ে বাঙালিরা স্বাধীনতা লাভ করেন।

পাকিস্তানি শাসকদের অন্যায়, অত্যাচার, শোষণের বিরুদ্ধে মুজিবনগর সরকার অগ্রণী ভূমিকা পালন করেন। মুজিবনগর সরকারের কাজ ছিল মুক্তিযুদ্ধ পরিচালনায় বহির্বিশ্বে বাঙালির মুক্তিযুদ্ধের চিত্র তুলে ধরা।

See also  সংস্কৃতি কি | সংস্কৃতি কাকে বলে | সংস্কৃতি বলতে কি বুঝ

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category