১১ দফা আন্দোলন কি | ১১ দফা আন্দোলন বলতে কি বুঝায়

12 Aug, 2023

১১ দফা আন্দোলন কি | ১১ দফা আন্দোলন বলতে কি বুঝায়

উত্তর : তৎকালীন পূর্ব ও পশ্চিম উভয় পাকিস্তানেই যখন আইয়ুব বিরোধী আন্দোলনে মুখর, তখনই ১৯৬৯ সালের ৫ জানুয়ারি ডাকসু কার্যালয়ে তৎকালীন ডাকসুর সহ-সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে পূর্ব পাকিস্তান ছাত্রলীগ (East Pakistan Students’s League EPSL), পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (East Pakistan Student’s Union- EPSU) এবং জাতীয় ছাত্র ফেডারেশন (National student’s Fedaration – NSF)-এর একাংশ সম্মিলিতভাবে একটি যুক্তফ্রন্ট গঠন করে।

এ ফ্রন্টের নামকরণ করা হয় “সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ”। দেশে যখন একটি সুষ্ঠু ও নিয়ন্ত্রিত নেতৃত্বের অভাব, তখনই ছাত্র সংগ্রাম পরিষদ’ সমগ্র আন্দোলনের নেতৃত্ব নিজের হাতে গ্রহণ করে। আইয়ুব সরকার কর্তৃক আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করার পর কারোই বুঝতে বাকি রইলো না যে, পাকিস্তানি শাসকগোষ্ঠী বাঙালিকে জাতি হিসেবে চিরদিন পদানত করে রাখতে চায় ।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৬ দফাপন্থি অন্যান্য আওয়ামী লীগ নেতৃবৃন্দ ১৯৬৬ সাল থেকে বন্দি অবস্থায় কারাভ্যন্তরে থাকার কারণে বাঙালির স্বাধিকার আন্দোলনের নেতৃত্বভার সচেতন ও দায়িত্বশীল ছাত্র সমাজের ওপর বর্তায়।

তা ছাত্র সংগ্রাম পরিষদ উক্ত তারিখেই ছয় দফাকে সাথে নিয়ে ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক ও মেহনতি মানুষের দাবি সংবলিত ১১ দফা কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির মাধ্যমে যে আন্দোলন শুরু হয়, তখন এই আন্দোলনকে ১১ দফা আন্দোলন বলে ।

See also  ৭ জন বীরশ্রেষ্ঠের নাম ও পরিচয় | ৭ জন বীরশ্রেষ্ঠের নামের তালিকা

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category