বিনান্স অ্যাকাউন্ট কি | binance অ্যাকাউন্ট তৈরি করুন

27 Mar, 2023

বর্তমান আধুনিক বিশ্ব হচ্ছে ডিজিটালাইজেশনের বিশ্ব। বর্তমান এই সময়ে ডিজিটাল কার্রেন্সির চাহিদা ক্রমগত ভাবে বেড়েই চলেছে। এই ডিজিটাল কার্রেন্সির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ক্রিপ্টোকার্রেন্সি।

আর এই কারেন্সি ক্রিপ্টোতে বিনিয়োগ করার জন্য একটি এক্সচেঞ্জের প্রয়োজন হয়। যার সাহায্যে আপনি খুব সহজেই ক্রিপ্টোতে প্রবেশ করতে পারেন।

এই ক্রিপ্টো এক্সচেঞ্জগুলির মধ্যে সব চেয়ে সর্ববৃহৎ ব্যবহারকারী এক্সচেঞ্জ হলো Binance, এখানে আমরা USDT (ইউএসডিটি) এর মাধ্যমে যে কোনো ক্রিপ্টোকার্রেন্সিতে বিনিয়োগ করতে পারি।  তাহলে চলুন আমরা আ জেনে নিই Binance কি? এবং কীভাবে Binance Account খুলতে হয়?

বিনান্স Binance এক্সচেঞ্জ কি?

বিনান্স এক্সচেঞ্জ হলো একটি শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যা ২০১৭ সালে হংকংয়ে প্রতিষ্ঠিত হয়। এটি altcoin ট্রেডিং এর উপর একটি শক্তিশালী মুদ্রা ব্যবস্থা।

Binance বিটকয়েন (BTC), ইথার (ETH), litecoin (LTC), dogecoin (DOGE), এবং নিজস্ব মুদ্রা, বিএনবি BNB সহ ৩৬০ টিরও বেশি ক্রিপ্টোকারেন্সি এবং ভার্চুয়াল টোকেনে ক্রিপ্টো-টু-ক্রিপ্টো ট্রেডিং কার্য পরিচালনা করে।

এই Binance Exchange বিনান্স এক্সচেঞ্জটি টি ২০১৭ সালে Changpeng Zhao নামে একজন Chinese (চাইনিজ)  ব্যক্তি যিনি পরবর্তীতে Canadian নাগরিক হয়ে ছিলেন।

এই Changpeng Zhao ব্যক্তি পরবর্তীতে Cayman Islands নামক স্থানে এই এক্সচেঞ্জটি লঞ্চ করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। আর এই এক্সচেঞ্জ লঞ্চ হওয়ার পর থেকে বিশ্বের সবথেকে বেশি ব্যবহারকারী এক্সচেঞ্জে পরিণত হয়েছে।

সহজ ভাবে বলতে গেলে Binance হচ্ছে একটি অনলাইন বিনিময় মাধ্যম। যেখানে ব্যবহারকারীরা তাদের নিত্যদিনের ক্রিপ্টোকারেন্সি ট্রেড করতে পারে।

বিনান্স এক্সচেঞ্জ আমাদের পিয়ার টু পিয়ার (P2P) সিস্টেমে ট্রেন্ডিং করার অনুমতি দেয়। যার মাধ্যমে আমরা যেকোনো ধরণের কয়েন ক্রয় বিক্রয় করতে পারি।

Binance এর অ্যাকাউন্টধারীরা তাদের ইলেকট্রনিক তহবিল সঞ্চয় করার জন্য একটি ক্রিপ্টো ওয়ালেট পেয়ে থাকেন। এই ওয়ালেটের মাধ্যমে এর ব্যবহারকারীরা নিশ্চিতে অনলাইনে যেকোনো লেনদেন করতে পারেন।

See also  মোবাইল ফটোগ্রাফি টিপস | মোবাইল ফটোগ্রাফির বেসিক নিয়ম

Binance Wallet কি?

যে কোনো ক্রিপ্টোকারেন্সি কেনার পর সেটিকে নিরাপদে রাখা আমাদের জন্য  খুবই গুরুত্বপূর্ণ। তাঁর জন্য সেখানে আমাদের একটি ক্রিপ্টো ওয়ালেটের প্রয়োজন হয়। বর্তমানে বিশ্বে নানান ধরনের অনেক বিশ্বস্ত অবিশ্বস্ত ওয়ালেট রয়েছে। যার মধ্যে Binance Wallet হল বিশ্বের মধ্যে জনপ্ৰিয় এবং বিশ্বস্ত একটি ওয়ালেট।

বর্তমান বিশ্বে জনপ্রিয় ক্রিপ্টো Binance-এর সমস্ত মানিব্যাগগুলিও খুবই  ভাল এবং অসম্ভব লাভজনক। যেখানে আমরা অবশ্যই আমাদের নিরাপদে কেনা ক্রিপ্টোকারেন্সি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারি।

Binance অ্যাকাউন্ট খোলার নিয়ম

আমরা খুব সহজেই একটি বিনান্স অ্যাকাউন্ট খুলতে পারি। আমরা কিছু সহজ পদক্ষেপ অনুসরণ করে আমাদের ইমেইল,  ফোন নম্বর, ইত্যাদি ব্যবহার করে Binance অ্যাপে একটি অ্যাকাউন্ট নিবন্ধন করতে পারি।

প্রথমে আমরা Binance অ্যাপটি খুলে  সাইন আপ বাটনে ক্লিক করব।

এরপর আমরা একটি নিবন্ধন পদ্ধতি নির্বাচন করব। আমরা চাইলে ফোন নাম্বার কিংবা ইমেইল অ্যাকাউন্ট দিয়ে বিনান্স অ্যাকাউন্ট করতে পারি।

আমরা প্রথমে ইমেইল কিংবা ফোন নম্বর দিয়ে সাইন আপ করব। এরপর  ইমেইল কিংবা ফোন নির্বাচন করে আমাদের  ইমেইল কিংবা ফোন লিখব। তারপর আমাদের অ্যাকাউন্টের জন্য একটি নিরাপদ এবং শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করব।

আমাদের পাসওয়ার্ডটিতে একটি বড় হাতের অক্ষর এবং একটি সংখ্যা সহ কমপক্ষে 8টি অক্ষর দিতে হবে ৷

আমরা যদি আমাদের কোনো বন্ধুর দ্বারা Binance এ আমন্ত্রিত হয়ে থাকি তাহলে অ্যাকাউন্ট করার জন্য তাদের রেফারেল আইডি (ঐচ্ছিক) দিতে ভুলব না।

এরপর Binance এর পরিষেবার শর্তাবলী এবং গোপনীয়তা নীতি পড়ার চেষ্টা করব। পড়ে আমরা তাতে সম্মতি জানাব।  তারপরে [অ্যাকাউন্ট তৈরি করুন] এই বাটন প্রেস করব।

এই বটন প্রেস করার পর আমরা আমাদের ইমেইল বা ফোনে একটি ৬ (ছয়)  সংখ্যার যাচাইকরণ কোড পাব। কোড পাওয়ার  ৩০ (ত্রিশ) মিনিটের মধ্যে কোডটি লিখে [জমা দিন] এই বাটনে ওকে প্রেস করব।

See also  ফুটবল গেম ডাউনলোড করতে চাই | ফুটবল গেম 2012 | ফুটবল গেম 2018

আর এভাবেই আমরা একটি Binance বিনান্স অ্যাকাউন্ট আমরা খুব সহজেই খুলতে পারি।

সতর্কীকরণ :

আমরা আমাদের বিনান্স অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখার জন্য ১টি দ্বি-ফ্যাক্টর প্রমাণীকরণ (2FA) সক্ষম চালু রাখার চেষ্টা করব। আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে, P2P (পিটুপি) ট্রেডিং ব্যবহার করার আগে আমাদের অবশ্যই আইডেন্টিটি ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category