রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর

30 Jan, 2023
রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর

আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর।

রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর

উত্তর ভূমিকা : রাজনীতি সমাজের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ প্রত্যয়। রাজনীতি ও সামাজিক উন্নয়ন একসূত্রে গাঁথা। যেকোনো রাজনৈতিক প্রসঙ্গে বিশ্লেষণ করতে গেলে তত্ত্ব ব্যবহার করা আবশ্যক।

 

একই ঘটনার বিভিন্ন কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের আগমন ধারণা লাভ করা যায় তত্ত্বের মাধ্যমে। অধুনা তাই সমাজ গবেষণায় বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার রাজনৈতিক বিশ্লেষণপূর্বক পরবর্তী সিদ্ধান্ত গ্রহণে সহায়ক ভূমিকা পালন করেছে।

রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বা প্রয়োজনীয়তা : রাজনীতি সম্পর্কিত সুনির্দিষ্ট তত্ত্ব যেকোনো রাজনৈতিক ঘটনা গবেষণার ক্ষেত্রে যেসব ভূমিকা পালন করে তা নিম্নে আলোচনা করা হলো :

১. রাজনৈতিক প্রত্যয়সমূহের অনুসন্ধান : সামাজিক গবেষণার অন্যতম প্রধান লক্ষ্য হলো রাজনীতি সম্পর্কে সঠিক অনুসন্ধান । কেননা রাজনীতি সামাজিক জীবনপ্রণালির সিংহভাগ নিয়ন্ত্রণ করে থাকে।

“তত্ত্ব” রাজনীতি বিজ্ঞানের সর্বাপেক্ষা তাৎপর্যপূর্ণ প্রত্যয়ের গভীর অনুসন্ধানে নির্দেশকের ভূমিকা, পালন করে। গবেষক রাজনীতির কোনো ঘটনা, তথ্য পর্যবেক্ষণ ও বিশ্লেষণপূর্বক লিপিবদ্ধকরণে তা তত্ত্বের আলোকেই নির্দিষ্টকরণ করা হয়।

২. ব্যাখ্যা-বিশ্লেষণ : আমাদের সামাজিক জীবন প্রতিনিয়ত অসংখ্য সামাজিক ও রাজনৈতিক ঘটনার সম্মুখীন হয়। এসব ঘটনা সর্বসাধারণের নিকট সহজবোধ্য নাও হতে পারে।

এমন অনেক রাজনৈতিক ঘটনা রয়েছে যার সঠিক কারণ ও ফলাফল নির্ণয়ে গবেষকরা রীতিমত হিমসিম খায়। এমন পরিস্থিতিতে প্রাচীন ‘তত্ত্ব’ রাজনৈতিক ঘটনার দুর্বোধ্যতা ভেঙে দিয়ে সহজভাবে উপস্থাপন করে।

৩. অনুমান গঠন : ‘তত্ত্ব’ পূর্বে ঘটিত যেকোনো বিষয় সম্পর্কে শিক্ষিত জ্ঞান। তাই পূর্বে ঘটিত এবং বর্তমান ঘটমান বিষয়ের মিল থাকলে এর ফলাফল ও কারণ নির্ধারণ করা কঠিন বিষয় নয়। তত্ত্বের মাধ্যমে রাজনীতি সংশ্লিষ্ট ঘটনা সম্পর্কে পূর্বানুমান করা সহজ হয়।

See also  তত্ত্বের বৈশিষ্ট্য সমূহ সংক্ষেপে লেখ

এক্ষেত্রে তত্ত্বে কতিপয় শর্ত উল্লেখ করা হয়। এসব শর্তের উপস্থিতি ঘটলে রাজনীতি কোনো দিকে মোড় নেবে তা সহজেই পূর্বানুমান করা যায়। অর্থাৎ তত্ত্ব রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে অনুমান করতে বিশেষভাবে সাহায্য করে।

৪. ধারণাগত কাঠামোর বিনির্মাণ : রাজনৈতিক গবেষকগণ প্রাথমিক পর্যায়ে তথ্যগুলোকে শ্রেণিবিন্যাস করেন এবং পরবর্তী পর্যায়ের কতকগুলো ধারণা একটি কাঠামো তৈরি করেন।

পাশাপাশি এসব ধারণার সংজ্ঞাও প্রদান করে থাকেন। সামাজিক বিজ্ঞানের সব শাখায় এরকম বহু ধারণার সৃষ্টি হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রেও ধারণাগত কাঠামো বিনির্মাণ করা জরুরি।

৫. শ্রেণিবিন্যাস : রাজনৈতিক জ্ঞান ও সামাজিক ঘটনার বাস্তবতাকে চুলচেরা বিশ্লেষণ করার জন্য তথ্যসমূহকে শ্রেণিবিন্যাস করা অপরিহার্য। কেননা রাজনৈতিক ঘটনার হাজারো চরিত্র রয়েছে। কোনো কোনো রাজনৈতিক ঘটনা মানব জীবনের সার্বিক চিত্রকে প্রভাবিত করে।

গুরুত্ব বিচারে সব ঘটনা এক নয়। ‘তত্ত্ব’ এসব ঘটনার সার্বিক প্রেক্ষাপট ও ফলাফল বিশ্লেষণপূর্বক স্তরায়ন করে থাকে। সুতরাং রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর।

৬. সাধারণীকরণ : ‘তত্ত্ব’ সাধারণীকরণেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তত্ত্বের মাধ্যমে সংগৃহীত তথ্যের এমনভাবে সাধারণীকরণ করা হয় যাতে মূল ঘটনার কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে না যায়।

 

সাথে সাথে সাধারণীকরণের সময় যেন অন্যান্য গুরুত্বহীন চলক প্রভাব বিস্তার না করতে পারে। সেদিকেও গবেষকগণ তত্ত্বের প্রয়োগ করে থাকেন। সাধারণীকরণ মূলত দুভাবে করা হয়। যেমন-

ক. পর্যবেক্ষণভিত্তিক সাধারণীকরণ এবং

খ. প্রতিজ্ঞা বাক্যসমূহের মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাধারণীকরণ।

উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাজনীতি বিশ্লেষণে তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের এমন কোনো দিক নেই যেখানে তত্ত্বের ছায়া নেই।

তত্ত্বের মাধ্যমেই রাষ্ট্রবিজ্ঞানীগণ সহজেই রাজনৈতিক ঘটনা সম্পর্কে অবহিত হতে পারেন। তত্ত্ব অনেক সময় রাজনীতিকদের নৈতিকতার প্রভাব বিস্তার করে।

আর্টিকেলের শেষকথাঃ রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর

See also  নিয়ন্ত্রিত চলক বলতে কী বুঝ

আমরা এতক্ষন জেনে নিলাম রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব বর্ণনা কর । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।

Rk Raihan

আমি আরকে রায়হান। আমাদের টার্গেট হল ইন্টারনেটকে শেখার জায়গা বানানো। আরকে রায়হান বিশ্বাস করেন যে জ্ঞান শুধুমাত্র শেয়ার করার জন্য তাই কেউ যদি প্রযুক্তি সম্পর্কে কিছু জানে এবং শেয়ার করতে চায় তাহলে আরকে রায়হান পরিবার তাকে সর্বদা স্বাগত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Category